সারোয়াতলী ইউনিয়নের হাছান শাহ্ (রাঃ) এবং মজু শাহ্ (রাঃ) এর মাজার শরীফ
হযরত হাছান শাহ্ (রাঃ) এর মাজার
বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের অন্তর্গত খিতাপচর গ্রামের রাজার পুকুর প্রথমিক বিদ্যালয়ের সম্মূখে অবস্থিত। এই মাজার সারোয়াতলী ইউনিয়নের বিভিন্ন আউলিয়াগণ যারা সারোয়াতলী ইউনিয়নের মুসলমানদের ইসলাম ধর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানদান করেছেন। প্রকৃত মুসলমান করতে, দিবারাতি মানুষের কল্যানে নিবেদিত এই আউলিয়ার বাৎসরিক ওরশ শরীফ প্রতি বছর বাংলা মাসের ২০শে ফাল্গুন অনুষ্টিত হয়।
মজু শাহ্ (রাঃ) এর মাজার
বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের অন্তর্গত খিতাপচর গ্রামে (মজু ভান্ডার দরবার শরীফ) অবস্থিত। এই মাজার সারোয়াতলী ইউনিয়নের ধর্মীয় ঐতিহ্য বহন করে। এই মাজারটি সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তিতে আপলোড করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS