Title
বেঙ্গুরা বায়তুন নুর জামে মসজিদ
History
<p>বেঙ্গুরা বায়তুন নুর জামে মসজিদ।</p><p>এটি বেঙ্গুরা এলাকার বটতলা নামক স্থানে অবস্থিত, বেঙ্গুরা গ্রামের একটি সমাজের ওপর ভিত্তি করে এবং সমাজের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই মসজিদ গড়ে উঠেছে।</p><p>এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ঃ ২০১১ সালে। এবং এটির ভিত্তি প্রস্থর স্থাপন ও মসজিদটির পরিকল্পনা করেন বেঙ্গুরার এবং সারোয়াতলী ইউনিয়নের গৌরব ‘‘মরহুম জনাব আবু সিদ্দিক (মাঃ জিঃ আঃ) সাহেব।</p><p>এটির ইমাম ‘‘মাওলানা মোহাম্মদ ফরিদ’’ তিনি খিতাপচর আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক।</p><p>এবং এটির মোয়াজ্জিম ‘‘হাফেজ মোহাম্মদ সালাউদ্দিন’’ তিনি একজন হাফেজ।</p>