Title
আসন্ন দুর্গাপুজায় সকলকে একতাবদ্ধ হয়ে উৎসবকে সুন্দর করে তুলার আহবান
Details
"ধর্ম যার যার উৎসব সবার" প্রতিপাদ্য নিয়ে গত ১৭ অক্টোবর ২০১৫ ইংরেজী সকাল ১১টায় সারোয়াতলী ইউপ্কিার্যালয়ে আসন্ন দুর্গাপুজায় শৃঙ্খলা বজায় রাখতে ও সুন্দর পরিবেশে উৎসব পালন করতে আইন শৃঙ্খলা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শামছুল ইসলাম (অফিসার ইন চার্জ) বোয়ালখালী থানা, খাইরুল হক (এস আই) বোয়ালখালী থানা, বোয়ালখালী পুজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক অপু কমার বৈদ্য এবং অত্র পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম নুর মোহাম্মদ ও ইউ পি মেম্বারবৃন্দ সহ সারোয়াতলী ইউনিয়নের সকল পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।
উক্ত সভায় চেয়ারম্যান ও প্রধান অতিথি সকলেই স্থানীয় জনসাধারণকে একসাথে একতাবদ্ধ হয়ে উক্ত উৎসবকে সুন্দর করে তোলার আহবান জানান। এবং কেউ অনুষ্ঠানে উশৃঙ্খল হলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে বলে জানান।