কৃষক নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি
সারোয়াতলী ইউনিয়নের অন্তর্গত যে সকল কৃষক পূর্বে নিবন্ধন করেছে এবং যারা নতুন নিবন্ধন করতে চাই, তাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪ শে আগষ্ট ২০১৪ ইং তারিখ হতে ০৩ রা সেপ্টেম্বর ২০১৪ ইং তারিখ পর্যন্ত নিম্নোক্ত সিডিউল অনুযায়ী কৃষক নিবন্ধন ও ছবি তোলার কাজ শুরু হবে। এক্ষেত্রে আপনার পরিচিতি, এলাকার ইউ পি সদস্য সনাক্ত করবেন। আপনার জাতীয় পরিচয়পত্র অথবা নিবন্ধন কার্ড সঙ্গে আনতে হবে।
বিঃদ্রঃ > যারা পূর্বে নিবন্ধন করেছেন তাদের পুরানো কার্ড সঙ্গে এনে জমা দিতে হবে এবং নতুন করে নিবন্ধন করতে হবে।
> বাইরে ছবি তোলার কোন প্রয়োজন নেই। ছবি তোলার জন্য শুধুমাত্র ১ কপি ৫ টাকা সঙ্গে আনতে হবে।
নিবন্ধন ও ছবি তোলার সময়সূচী
তারিখ | ওয়ার্ড নং | গ্রাম | স্থান |
24/08/2014 | ৯ নং | উত্তর কন্জুরী | জসিম মেম্বারের বাড়ী |
26/08/2014 | ১, ২ নং | পশ্চিম ও পূর্ব সারোয়াতলী | সারোয়াতলী ইব্রাহিম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় |
28/08/2014 | ৮ নং | দক্ষিণ কন্জুরী | দক্ষিণ সারোয়াতলী (পদ্ম পুকুর) প্রাথমিক বিদ্যালয় |
30/08/2014 | ৭ নং | ইমামুল্লারচর | সারোয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়, বেঙ্গুরা। |
31/08/2014 | ৩ নং | বেঙ্গুরা | সারোয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয় |
01/09/2014 | ৪ নং | হোরারবাগ | সারোয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয় |
02/09/2014 | ৫ নং | পশ্চিম খিতাপচর | সারোয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয় |
03/09/2014 | ৬ নং | পূর্ব খিতাপচর | সারোয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয় |
যোগাযোগ করুন
০১৮১২২৬০১১১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস