অনলাইন ইনকাম বা (outsourcing income) এর কথা জানেনা এমন খুব কম মানুষই আছে। নিজের ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইনকাম বা উপার্যন করায় হচ্ছে অনলাইন ইনকাম বা (outsourcing income)।
আর এই উপার্যনের জ্ন্য আপনার প্রয়োজন প্রশিক্ষণের। এখন এই প্রশিক্ষণ টাও সহজ করে দিতে আপনি পাচ্ছেন কম্পিউটার এর ব্যাসিক প্রোগ্রাম সম্পর্কে জ্ঞান এবং অনলাইন ইনকাম বা (outsourcing income) এর বই ও ভিডিও টিউটেরিয়াল। বইয়ের মূল্য মাত্র ৫০০ টাকা। আর এই বই আপনাকে দেয়া হবে আপনার মেমোরি কার্ডে অথবা ফ্ল্যাশ মেমোরিতে। আর ভিডিও সব টিউটেরিয়াল পেতে আনবেন ৪ জিবি মেমোরী এই টিউটেরিয়াল এর মূল্য ১৫৫০/- টাকা। প্রয়োজনে যোগাযোগ করুনঃ শিমুল (০১৮১২-২৬০১১১) এই নাম্বারে। ধন্যবাদ।
পুরোনো দিনের সময় শেষ গরবো এবার ডিজিটাল বাংলাদেশ।
বেকার মুক্ত বাংলাদেশ গড়তে চলুন সবাই হাতে হাত মিলিয়ে এগিয়ে চলি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস